ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

কবিতা

আশকারার ঘুড়ি | সায়ন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, এপ্রিল ৭, ২০১৭
আশকারার ঘুড়ি | সায়ন্ত আশকারার ঘুড়ি

তুই বড়ো সুতোখোর লাটাই
তুই মেঘ
আসমানে আশকারার ঘুড়ি!

বাতাসেরও ছোট ছোট গল্প আছে
ঝড় সান্ত্বনা আছে
গোপন চুমুর সাধ কার না থাকে বল!
সেসব ঘুড়ির দল 
কাটা পড়ে গেছে!

জানি তুই ইসকুলে যাস
বুকে মেঘ পুষে মজা পাস
বরাতে যা লেখাজোঁকা আমিও কুড়ি
চল উড়ি!

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ