ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

কবিতা

ছাই | অনামিকা তাবাস্‌সুম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুন ২৩, ২০১৬
ছাই | অনামিকা তাবাস্‌সুম

ছাই
ছাদের উপরিভাগে পায়রা ওড়া বিকেল
কল্পডানা খুঁজছে শুভ রোদ, শুভ মেঘ
টবের দীর্ঘশ্বাসে ফ্যাকাসে হয়ে যাচ্ছে ফুলগাছটার মুখ।

চড়ুইপাখির মতো ফুড়ুৎ করে উড়ে যাওয়া সময়টার হৃৎপিণ্ডে টের পাচ্ছি, ছাইগন্ধ 

বিভ্রমের ছায়া ভেঙে আমার দিকে তাকাও।

আমিও বিশেষ এক ধরনের ছাই। আমার দেহে মনখারাপের হিজিবিজি রোদ
সমস্ত সমুদ্রনীল শুষে নিচ্ছে গাঙচিল 
চলো আমরা রাতের নাভিমূল থেকে সাপের বিষ তাড়াই!

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ