ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

কবিতা

প্রেমের রহস্য দেয়াল | আবদুল মান্নান

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, নভেম্বর ৭, ২০১৫
প্রেমের রহস্য দেয়াল | আবদুল মান্নান

নারী তোমাকে বুঝে ওঠা বড়ই কঠিন
তোমার চারপাশে রহস্য দেয়াল
তোমাকে আঁচ করা
তোমাকে ভালোবাসা
প্রেমের নিগড়ে আটকে রাখা আরো কঠিন
বাহুবন্ধনে আবদ্ধ হওয়ার আগে
যখন ভাবি তোমাকে আবিষ্কার করা জরুরি
একসময় দেখি
তুমি পাশে নেই
দেখি অর্থহীনভাবে ধানমন্ডি লেক পড়ে আছে
তোমার পাশ ঘেঁষে পরপুরুষ হাঁটছে
তুমি অন্যকোথাও অন্যকোন দিকে
কেবলি বাতাসে ভেসে আসছে
তোমার উড়ন্ত ডানার সপাৎ সপাৎ শব্দ
ব্যাংকের কাছে সুদ পাওয়া যেমন কঠিন
নারীর ভালোবাসা পাওয়া
আরো কঠিন
দেখি রহস্যের কিনারায়
প্রতারণা থেকে রক্ষা পাওয়ায়
দুই রাকাত নফল নামাজ আদায় করে
ঈশ্বরের প্রতি শোকরিয়া জ্ঞাপনে মগ্ন প্রেমিকেরা
হায় আল্লাহ হায় আল্লাহ বলে
ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে
ব্যর্থ সব পুরুষের দল

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ