ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

অন্যান্য দল

জাতীয় ঐক্যফ্রন্টে আসার আহ্বান প্রত্যাখান বি. চৌধুরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৯, অক্টোবর ১৬, ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্টে আসার আহ্বান প্রত্যাখান বি. চৌধুরীর

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাব প্রত্যাখান করেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। 

সোমবার (১৫ অক্টোবর) রাত পৌনে দশটার দিকে বি. চৌধুরীর বারিধারার বাসায় যান তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বি. চৌধুরীর সঙ্গে।

এসময় তিনি সাবেক এ রাষ্ট্রপতিকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগাদন করার আহ্বান জানালে বি. চৌধুরী এ প্রস্তাব প্রত্যাখান করেন।  

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ