ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অফবিট

অর্কেস্ট্রা মঞ্চে ‘অতিথি’ সংগীত প্রিয় কুকুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৫, জুলাই ৩, ২০১৭
অর্কেস্ট্রা মঞ্চে ‘অতিথি’ সংগীত প্রিয় কুকুর ছবি: সংগৃহীত

তুরস্কের ইফেসাস শহরের এক মিলনায়তনে তখন টানটান উত্তেজনা। কারণ ওই সময় সেখানে চলছিল অর্কেস্ট্রার মোহনীয় পরিবেশনা। অর্কেস্ট্রার ক্ল্যাসিক্যাল সংগীতের সুর লহরীতে মুগ্ধ দর্শক-শ্রোতারা। 

এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে অনুষ্ঠান। হঠাৎ যেনো ছন্দপতন ঘটে! সুর-বাদ্যের তাল-লয়ের মধ্যে ওই সময় মঞ্চে উঠে আসে এক কৌত‍ূহলী কুকুর।

মঞ্চে এসেই অর্কেস্ট্রা দলের প্রধানের দিকে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কুকুরটি। এ সময় বেশ ধীর তালে চলছিল অর্কেস্ট্রার বাদ্য বাজনা।  

হঠাৎই দ্রুত হতে থাকে অর্কেস্ট্রার তাল, হয়তো এ সুর কিছুটা ভালো লেগে যায় বিনা আমন্ত্রণে মঞ্চে উপস্থিত অতিথির! এবার সে একজন বেহালা বাদকের চেয়ার ঘেঁষে আরাম করে বসে পড়ে। হাই তুলতে তুলতে লেজ নাড়িয়ে উপভোগ করতে থাকে অর্কেস্ট্রার বাজনা।

এ সময় হল ভর্তি দর্শকরা মুর্হুমুহু করতালিতে স্বাগত জানায় প্রভুভক্ত অতিথিকে। এ সময় হাসিতে ফেটে পড়েন উপস্থিত শ্রোতারা।  

বিষয়টি বেশ উপভোগ করেছেন বাজনারত অর্কেস্ট্রা দলের সদস্যরাও। কুকুরের হঠাৎ আগমনে এক মুহূর্তের জন্যও বিব্রত হতে দেখা যায়নি তাদের, উল্টো নতুন অতিথির মনোরঞ্জনে আরও বেশি সক্রিয় হতে দেখা গেছে তাদের।
 
এদিকে অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আর সেই ফুটেজ প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। বিষয়টি জায়গা পেয়েছে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমেও।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭ 
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।