ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

নিউইয়র্ক

চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে মিশিগান যুবলীগের শোক

নিউইয়র্ক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, সেপ্টেম্বর ১০, ২০১৫
চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে মিশিগান যুবলীগের শোক

ঢাকা: সিলেট জেলা পরিষদ প্রশাসক প্রবীণ রাজনীতিক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী যুবলীগের নেতারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ এক বিবৃতিতে এ শোক জানান।



শোক বার্তায় তারা বলেন, দেশের পাশাপাশি প্রবাসেও সমান জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ