ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

নিউইয়র্ক

নিউইয়র্কে ঈদ উদযাপিত

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, জুলাই ২৮, ২০১৪
নিউইয়র্কে ঈদ উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: আরব বিশ্বের সঙ্গে সোমবার নিউইয়র্কেও ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার ও ব্রংসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে বৃহৎ দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ব্রুকলিনের চার্চ ম্যাডেনাল্ড জামে মসজিদ, ওজন পার্ক জামে মসজিদেও আয়োজনসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন।

নিউইয়র্ক প্রবাসী প্রায় লক্ষাধিক বাংলাদেশি ঈদুল ফিতর উদযাপন করেন।

ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারো চাঁদ রাতে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা , ব্রুকলিন ও ব্রংকসে মেহেদী উৎসবে মেতে ওঠে শিশু কিশোর ও  তরুণ তরুণীরা। সঙ্গে তাদের মায়েরাও মেহেদী উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। বিভিন্ন দোকানে নতুন ঈদ পোশাকের পসরাও ছিল নজর কাড়ার মতো। ব্যবসাও এবার ভালো হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন অনেক ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ