ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সামিহা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, মে ১৫, ২০১৪
যুক্তরাষ্ট্রের লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সামিহা

ঢাকা: যুক্তরাষ্ট্রের আগামী দিনের নেতৃত্ব বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সামিহা উদ্দিন।

স্থানীয় সময় বুধবার শিকাগো শহরে ইলিনয়েস স্টেট আয়োজিত ‘ইয়ুথ এক্সেল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে সামিহা উদ্দিনকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

তার হাতে সম্মাননা তুলে দেন ইলিনয়েস অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইট।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেসি হোয়াইটের কাউন্সিল মেম্বার বাংলাদেশি বংশোদ্ভূত শাহ মোজাম্মেলসহ শিকাগোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সামাজিক ক্ষেত্রে সফলতা ও নেতৃত্বে অবদান রাখায় সামিহা উদ্দিনের গর্বিত পিতা কয়েস উদ্দিনকেও সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশে কয়েস উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ানদের মধ্যে মানবসেবা ও নেতৃত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। ইলিনয়েস স্টেটে মানবসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর এশীয় আমেরিকানদের মধ্যে নেতৃত্বের এ পুরস্কারে ভূষিত হলেন সামিহা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ