ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বকশীগঞ্জে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, নভেম্বর ১৫, ২০২২
বকশীগঞ্জে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে প্রাইভেটকার চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালের দিকে বকশীগঞ্জ পৌর এলাকার কামারপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল কুদ্দুস, কামারপট্টি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ফরহাদ রেজা জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি দোকানের সামনে বসেছিলেন কুদ্দুসসহ আরও কয়েকজন। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে বসে থাকা কুদ্দুসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি জনান, দুর্ঘটনার সময় গাড়ি চালানো শিখছিলেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রী।  

বকশীগঞ্জ হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।