ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, নভেম্বর ১৩, ২০২২
ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাই ব্যবসায়ী কেরামত আলী।

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।  

রোববার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ওয়াকিটকি হাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দড়িগাঁও বাজারে মারফত আলী স্টোরের মালিক কেরামত আলীর প্রাইভেটকার থামিয়ে তার সঙ্গে থাকা ৮৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।  

ব্যবসায়ী কেরামত আলী বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিন দিনের পণ্য বিক্রির ৮৫ লাখ টাকা নিয়ে আব্দুল্লাহপুর ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। আমার গাড়িটি ভাওয়ারভিটি এলাকায় পৌঁছালে একটি হায়েস গাড়িতে ১০/১৫ জন লোক নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে আমার গাড়িটির গতিরোধ করে এবং বলে আমার নামে অভিযোগ আছে তাই তাদের সঙ্গে কদমতলী যেতে হবে। আমি না যেতে চাইলে তারা কয়েকজন জোর করে আমাকে ও আমার ড্রাইভারকে গাড়িতে উঠিয়ে ফেলে এবং আমার সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এসময় আমি জান নিয়ে কোনোমতে পালিয়ে আসি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ (সার্কেল) শাহাবুদ্দীন কবির বলেন, আমরা ব্যাপারটি মাত্র শুনেছি এবং ঘটনাস্থলে রওনা দিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।