ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, নভেম্বর ১৩, ২০২২
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু শুভ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার এলাকার বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শুভ ওই বাড়ির মানিক বেপারীর ছেলে। তিনি গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানায়, শুভ নিজ বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলার জন্য ছেলেদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছিল, খেলা শুরু করার আগে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। মিনিট খানেক শুভকে আটকে রেখে ছেড়ে দিলে সে পড়ে যায়। এসময় শুভর চিৎকারে পাশে থাকা যুবকরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তারপরেও আমরা ঘটনাটি তদন্ত করে দেখব।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।