ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ওয়ান শুটারগান-গুলি জব্দ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, অক্টোবর ২২, ২০২২
বেনাপোল সীমান্ত থেকে ওয়ান শুটারগান-গুলি জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২২ অক্টোবর) বেনাপোল সীমান্তের সাদিপুর ব্রিজের পাশ থেকে এই অস্ত্র ও গুলি জব্দ করে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান বাংলাদেশের সাদিপুর সীমান্তে দিয়ে ঢুকেছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা কৌশলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০২২
এমএমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ