ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তরুণ প্রতিনিধি দলকে স্বাগত জানালো ভারতীয় হাইকমিশন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, অক্টোবর ২১, ২০২২
তরুণ প্রতিনিধি দলকে স্বাগত জানালো ভারতীয় হাইকমিশন

ঢাকা: ভারত সফর শেষে দেশে ফেরার পর ১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমকে স্বাগত জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রতিনিধি দলকে স্বাগত জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

এতে ঢাকার ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
প্রতিনিধি দলটি গত ১২ অক্টোবর ভারতে আটদিনের সফরে যায়। সপ্তাহব্যাপী সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন। ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করেন তারা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যারা।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে ছিল অষ্টম পর্ব ডেলিগেটদের মধ্যে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যান্যরাও ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।