ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কলাক্ষেতে পড়েছিল কিশোরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, জানুয়ারি ২২, ২০২২
কলাক্ষেতে পড়েছিল কিশোরের মরদেহ কলাক্ষেতে কিশোরের মরদেহ। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট এলাকার একটি কলাক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।



পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয় এক নারী কলাক্ষেতে পাতা কুঁড়াতে গিয়ে কিশোরের মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে তিনি স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি গোয়েদা পুলিশ ও সিআইডির সদস্যরা পৌঁছে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বাংলানিউজকে বলেন, মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি কলাক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহত কিশোরের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহত কিশোরের পরিচয় ও হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডির সদস্যরা কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ