ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে বাসের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, জানুয়ারি ২২, ২০২২
জয়পুরহাটে বাসের ধাক্কায় নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাটে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় পিকআপ ভ্যান চালক মাসুদ রানা (৩৬) নিহত হয়েছেন। এ সময় চালকের সহকারী মনোরঞ্জন (৩৮) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপ ভ্যান চালক চাপাই নবাবগঞ্জ সদরের বাসিন্দা এবং আহত সহকারী গোমস্তাপুরের বাসিন্দা।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, সকালে হিলি থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে এবং জয়পুরহাট থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ ভ্যান বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পথে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় হানিফ পরিবহনের বাসটি পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত এবং সহকারী আহত হয়।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়।

মরদেহটি ক্ষেতলাল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।