ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে একদিনে করোনা শনাক্ত ৭১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জানুয়ারি ২১, ২০২২
রাঙামাটিতে একদিনে করোনা শনাক্ত ৭১

রাঙামাটি: রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৭১জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০১ভাগ।

করোনা সংক্রমণ রোধ করতে এবং সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এদিকে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে ঝুলানো হচ্ছে লাল পতাকা।

এছাড়া রাঙামাটি জেলা সদরের পাশাপাশি উপজেলাগুলোতেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রাঙামাটি জেলায় বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯ জন। আইসোলেশনে ভর্তি আছেন দুইজন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা ঝুলানো হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধ করতে মাস্ক পরিধান করতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রয়োজনে জরিমানা করা হচ্ছে। জনসমগম এড়াতে প্রশাসন কাজ করছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।