ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাবতলীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, জানুয়ারি ১৯, ২০২২
গাবতলীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর গাবতলী থেকে ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- ডি এম হাদিউজ্জামান ও মো. মেহেদী হাসান।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, দুইজন মাদক বিক্রেতা গাবতলী নিউ ভিলেজ কাউন্টারের সামনে ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে খবর পেয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাদিউজ্জামান ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।