ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জানুয়ারি ১৯, ২০২২
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই।

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে আ. মন্নাফ ওরফে মনির (৪৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনির পৌর শহরের কাকচর এলাকার মৃত আজিম উদ্দিনের পুত্র।

 

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকার রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।  

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মধুপুরের বালিপাড়া এলাকায় ভাড়ায় যাত্রী নিয়ে যাওয়ার পর নিখোঁজ হন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ এই তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পরিবার নিহতের পরিচয় শনাক্ত করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।