ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে শতাধিক ছিন্নমূল মানুষ পেল শুভসংঘের কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ১৮, ২০২২
গফরগাঁওয়ে শতাধিক ছিন্নমূল মানুষ পেল শুভসংঘের কম্বল

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শতাধিক ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ কম্বল বিতরণ করা হয়।



উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহসান, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, প্যানেল মেয়র সাহজাহান সাজু, পৌর কাউন্সিলার আমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, সাংবাদিক নজরুল ইসলাম, শুভসংগের বন্ধু ব্যবসায়ী মেহেদী হাসান বাবুল প্রমুখ।

পৌর শহরের পণ্ডিত পাড়া এলাকার ভবানী দেবনাথের স্ত্রী বাশন্তি দেবনাথ (৭৫) কম্বল পেয়ে বলেন, ‘বাবারে কম্বলডা দেওয়া এই ঠাণ্ডার মইধ্যে একটু শান্তিতে ঘুমাইতারবাম। ’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।