ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জানুয়ারি ১৮, ২০২২
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ফাইল ফটো

ঢাকা: স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

 

ফোনে ড. মোমেন মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তারা মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফল রাষ্ট্রীয় সফরের প্রশংসা করেন।

দুই মন্ত্রী টেলিফোনে স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।