ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জানুয়ারি ১৮, ২০২২
গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সাদিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানান।

 

তিনি বলেন, সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে আগৈলঝাড়া উপজেলার ধামুরা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদারের সঙ্গে গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের রাসেল সরদারের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের সব আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করে ওই ছাত্রীর পরিবার।  

খবর পেয়ে ওইদিন ঘটনাস্থলে পৌঁছে সাদিয়া আক্তারের বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা রাসেল সরদারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।