ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নান্দাইলে পাওয়ার টিলার উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, জানুয়ারি ১৮, ২০২২
নান্দাইলে পাওয়ার টিলার উল্টে নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কৃষি জমি চাষ করার পাওয়ার টিলার উল্টে দুই জন নিহত হয়েছে। এর মধ‍্যে একজন চালক এবং অপরজন হেলপার বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।  

নিহতরা হলেন- উপজেলার আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোস্তফা এবং আব্দুর সাত্তারের ছেলে রাহাদ মিয়া (২২)।  

সোমবার (১৭) রাত ৯টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার সংলগ্ন আতকাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনদের অভিযোগের পেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুর মালেক জানান, স্থানীয় চামটা বাজার এলাকার মেইনরোড থেকে একটু ভেতরের দিকে একটি মাটির রাস্তা দিয়ে পাওয়ার টিলারটি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে চালক ও হেলপার চাপা পড়ে। পরে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানের কর্তব‍্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।