ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, জানুয়ারি ১৭, ২০২২
চাঁদপুরে পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে সাজ্জাদুল রহমান সজল (২৮) ও নাছির উদ্দিন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন কচুয়া থানা পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

রোববার (১৬ জানুয়ারি) তাদেরকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

থানায় মামলা দায়েরের পর উভয় মাদক ব্যবসায়ীকে সোমবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

সজল নোয়াখালী জেলার সদর থানার সোনাপুর গ্রামের আবদুল কাদের চাপরাশির বাড়ীর মো. ফজলুর রহমানের ছেলে এবং নাছির পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার মো. আল-আমিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে নিয়ে আসা গাঁজার ব্যাগসহ নাছির উদ্দিনকে এবং সাজ্জাদুলকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামনুর রশিদ সরকারসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।