ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সুজানগরে বাসচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, জানুয়ারি ১৭, ২০২২
সুজানগরে বাসচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

পাবনা: পাবনার সুজানগর উপজেলার দ্বারিয়াপুর নামক স্থানে বাসচাপায় লিটন আলী (৩৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।  

সোমবার (১৭ জানুয়ারি) সকালে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন ফরিদপুর উপজেলার হাদল গোয়ালগাঁওয়ের মো. নুরুল ইসলামের ছেলে।  

মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সকালে দ্বারিয়াপুরে পিয়াস পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী লিটন নিহত হন। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।  

বাসচালককে আটক করতে অভিযান চলছে। বাসের মালিককে ডেকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।