ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, ডিসেম্বর ৯, ২০২১
রাজধানীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

ঢাকা: রাজধানীর স্বামীবাগে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলিতের একটি বাড়ি ঘিরে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্দেহজনক ওই বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

র‌্যাব সদস্যরা ভেতরে প্রবেশের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।