ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ঢামেক এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ডিসেম্বর ২, ২০২১
ঢামেক এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরেদহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ভুইয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবন সংলগ্ন মসজিদের পাশের ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মৃত নারীর নাম-পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে। থাকতেন ফুটপাতেই। সপ্তাহখানেক ধরে তাকে ওই এলাকায় দেখা গেছে বলে আশপাশের লোকজন জানিয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।