ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বেতন বৃদ্ধি-হামলাকারীদের বিচারে আন্দোলন চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, নভেম্বর ২৪, ২০২১
বেতন বৃদ্ধি-হামলাকারীদের বিচারে আন্দোলন চলবে

ঢাকা: রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকরা ঘোষণা দিয়েছেন, বেতন-ভাতা বাড়ানো এবং ভাড়াটে সন্ত্রাসীদের বিচার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮ থেকে তারা মিরপুর ১০ নম্বর সেকশনসহ ১৩, ১৪ নম্বর সেকশন ও কচুক্ষেত বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন।

গার্মেন্টস শ্রমিকরা জানিয়েছেন, চারদিন ধরে তারা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ভিশন গার্মেন্টসের এক কর্মী বলেন, ছাত্রলীগ দিয়ে হামলা করা আমরা মেনে নেব না। আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না।

এদিকে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের অনেকটাই নিরব থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।