ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মাটিতে পুঁতে রাখা হয়েছিল যুবকের মরদেহ, বেরিয়ে ছিল পা 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, নভেম্বর ২৩, ২০২১
মাটিতে পুঁতে রাখা হয়েছিল যুবকের মরদেহ, বেরিয়ে ছিল পা 

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে একটি মাঠের এক পাশ থেকে মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে এক কৃষক তার ক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় পাশের একটি পরিত্যক্ত জমিতে পুঁতে রাখা মানুষের পা দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে মাটি খুঁড়ে মরদেহটি পাওয়া যায়।

এ বিষয়ে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে মাটি খুঁড়ে এক যুবককের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি একটি মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ