ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

দায়িত্ব নিলেন টাঙ্গাইলের ১ম নারী উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, নভেম্বর ২৩, ২০২১
দায়িত্ব নিলেন টাঙ্গাইলের ১ম নারী উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নার্গিস আক্তার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরমধ্যে দিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রথম কোনো নারী উপজেলা চেয়ারম্যান হলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আলিফ নুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম গত ৩০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এতে আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তার দলীয় মনোনয়ন পান। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় ১৮ অক্টোবর তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ