ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিজিবি ২ বাংলাদেশির মরদেহ নিতে অস্বীকৃতি জানায়: বিএসএফ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, নভেম্বর ২২, ২০২১
বিজিবি ২ বাংলাদেশির মরদেহ নিতে অস্বীকৃতি জানায়: বিএসএফ

ঢাকা: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে সম্প্রতি বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। তাদের মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২১ নভেম্বর) বিএসএফ বলেছে, 'বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ১১ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং বিএসএফ তাদের মরদেহ ফিরিয়ে দিতে অনিচ্ছুক। বিষয়টি মোটেই সত্য নয়। '

ব্যাখ্যায় বিএসএফ আরও দাবি করেছে, 'প্রকৃত ঘটনা হলো, এ ব্যাপারে ১৩ ও ১৫ নভেম্বর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে বিএসএফের বৈঠক হয়েছে এবং বিজিবির কাছে প্রতিবাদপত্রও পেশ করা হয়েছে। বৈঠকে বিজিবির কাছে কোনো নিখোঁজ ব্যক্তির রিপোর্ট নেই দাবি করে তারা মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। '

উল্লেখ্য, গত ১২ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। তারা হলেন- ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।