ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সুরমা নদীতে মিললো নিখোঁজ নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, নভেম্বর ২২, ২০২১
সুরমা নদীতে মিললো নিখোঁজ নারীর মরদেহ নিহত রুমানা বেগম

সিলেট: নিখোঁজের দুই দিন পর সিলেটের সুরমা নদী থেকে রুমানা বেগম (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নগর দক্ষিণ সুরমার কানিশাইল সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, মরদেহটি পানিতে ভাসতে দেখে এসএমপির দক্ষিণ সুরমা থানায় খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুমানা বেগম অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী। নিহতের চাচাতো ভাই আকবর হোসেন মরদেহ শনাক্ত করেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রুমানা বেগম নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর ২০৬৪) করেন রুমানার স্বামী আব্দুল হামিদ।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে নিখোঁজের সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন তার স্বামী। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ