ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ২২, ২০২১
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু দুর্ঘটনাকবলিত এলাকা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় লাটা হাম্বার (শ্যালোইঞ্জিন চালিত স্ট্রিয়ারিং গাড়ি) চাপায় রোজা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা আসাদুজ্জামান (৩৮)।

সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গাংনী-চাঁন্দামারী রাস্তার আড়পাড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রোজা গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চাতরপাড়া এলাকার সিঙ্গাপুর ফেরত আসাদুজ্জামানের একমাত্র মেয়ে ও গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আসাদুজ্জামান। আড়পাড়া বাজার পার হয়ে ধান বোঝাই একটি লাটা হাম্বাও একই দিকে যাচ্ছিল। লাটা হাম্বাকে ওভারটেক করে বের হওয়ার সময় তার সামনে পড়ে এক পথচারী। তাকে বাঁচাতে গিয়ে লাটা হাম্বার সামনের রডের সঙ্গে ধাক্কা লেগে শিশুটি চাকার তলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ