ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, নভেম্বর ২২, ২০২১
ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালিত ...

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, নীরবতা পালন, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস।

সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার তেরশ্রী গণহত্যা দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক নেতাকর্মীরা ফুল নিয়ে শ্রদ্ধা জানান।

জানা যায়, ২২ নভেম্বর পূর্ব আকাশে ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে শুরু হয় বাংলাদেশের ইতিহাসে হানাদার বাহিনীর জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড। বেয়নেট দিয়ে খুঁচিয়ে, আগুনে পুড়িয়ে তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জনকে হত্যা করে। পুড়িয়ে দেয় গ্রামের শত শত ঘরবাড়ি, স্কুল-কলেজ ও গ্রামীন স্থাপনা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ