ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণ বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, নভেম্বর ২২, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণ বুধবার

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে আগামী বুধবার (২৪ নভেম্বর) ভাষন দেবেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

 
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, এটা একটা স্পেশাল ভাষণ হচ্ছে। সাধারণত উনি (রাষ্ট্রপতি) কোনো অধিবেশনের শুরুতে ভাষণ দেন। উনি মুজিববর্ষ উপলক্ষে একটা ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, রাষ্ট্রপতি একটা স্পেশাল ভাষণ দেবেন।
 
ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৪ নভেম্বর ভাষণ হবে।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।