ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

এসিডদগ্ধ কলেজছাত্রী রামেক থেকে ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, নভেম্বর ২২, ২০২১
এসিডদগ্ধ কলেজছাত্রী রামেক থেকে ঢাকায় দগ্ধ কলেজছাত্রী

রাজশাহী: নাটোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিডে ঝলসে দেওয়া কলেজছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দগ্ধ কলেজছাত্রীর চাচা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২১ নভেম্বর) রাতে নাটোর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় দিনাকে। এরপর সেখান থেকে রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ভোরে সেখানে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

এর আগে রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই কলেজছাত্রীকে রামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। রোববার বিকেলে নাটোরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।

** নাটোরে কলেজছাত্রীকে এসিড নিক্ষেপ

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।