ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

টিকা পাচ্ছেন সেই বেদেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, নভেম্বর ২১, ২০২১
টিকা পাচ্ছেন সেই বেদেরা

ভোলা: বাংলানিউজে সংবাদ প্রকাশের পর করোনা টিকার আওতায় আসছে ভোলার লালমোহনের সেই বেদে পরিবারগুলো।

রোববার (২১ নভেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তালিকা তৈরির পর স্পটে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে বেদেদের টিকা দেওয়া হবে। মঙ্গলবার (২৩ নভেম্বরে) তারা টিকা পাবেন।

ইউএনও আরও বলেন, বাংলানিউজে একটি সংবাদ প্রকাশের পর আমরা জানতে পেরেছি, বেদে সম্প্রদায়ের লোকজন টিকা পাননি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাই টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

প্রসঙ্গত, লালমোহন স্টেডিয়াম মাঠে কয়েক বছর ধরে বসবাস করছে কয়েকটি বেদে পরিবার। তৃণমূল পর্যায়ে টিকা কার্যক্রম চললেও এতদিন বেদেরা টিকা পাননি। এতে সংক্রমণ ঝুঁকিতে পড়েন তারা। এ নিয়ে ১৯ নভেম্বর (শুক্রবার) ‘কবে টিকা পাবেন লালমোহনের বেদেরা?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।