ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে করোনায় একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, নভেম্বর ২১, ২০২১
ঝিনাইদহে করোনায় একজনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আহম্মদ আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলী ঝিনাইদহ সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের মকবুল শিকদারের ছেলে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, গত ১৩ নভেম্বর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার ভোরে তার মৃত্যু হয়।

তত্বাবধায়ক জানান, দীর্ঘ ৫৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে কেউ মারা গেল। এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২’শ ৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫’শ ৬২ জন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।