ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে মিছিল করতে গিয়ে আ.লীগ কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, নভেম্বর ২১, ২০২১
লক্ষ্মীপুরে মিছিল করতে গিয়ে আ.লীগ কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর মিছিল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মো. লিটন হোসেন (৩৭) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লামচরি গ্রামে মেম্বার আরিফুর রহমানের মিছিলে তার মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা।

লিটন করোয়া ইউনিয়নের লামচরি গ্রামের মৃত হোসেন মিয়ার বড় ছেলে ও পেশায় তিনি অটো রিকশা চালক।

খবর পেয়ে নিহতের তাদের বাড়িতে যান রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, আওয়ামী লীগ নেতা এডভোকেট মিজানুর রহমান মুন্সি ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহিনুর বেগম রেখাসহ দলের নেতাকর্মীরা।

রাত সাড়ে ১২ টার দিকে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে স্থানীয়রা জানায়।

৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য (মেম্বার) আরিফুর রহমান বলেন, লিটন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি বিকেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহিনুর বেগম রেখার নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেয়। সেটি শেষে আমার মিছিল বের করা হয়। সেখানে লিটন স্টোক করেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রায়পুর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।