ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সনদ ছাড়াই চিকিৎসক, করেন সার্জারিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, নভেম্বর ২০, ২০২১
সনদ ছাড়াই চিকিৎসক, করেন সার্জারিও ভুয়া চিকিৎসক জয়নাল আবেদীন

খাগড়াছড়ি: চিকিৎসা অনুষদের কোনো সনদ না থাকলেও খাগড়াছড়ির মাটিরাঙায় নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দেন মো. জয়নাল আবেদীন (৩৪)। ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ না রেখে রোগীদের সার্জারিও করেন এ ভুয়া চিকিৎসক।

 

শনিবার (২০ নভেম্বর) দুপুরে মাটিরাঙার মা মেডিক্যাল হলে অভিযান পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে ভুয়া চিকিৎসক মো. জয়নাল আবেদীন চিকিৎসা অনুষদের কোনো সনদ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে সার্জারি করারও প্রমাণ পাওয়া যায়।  

এ সময় বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২(২) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসক পরিচয়ে প্র্যাকটিস না করার জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।  

অভিযানকালে মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন নাথ ও মাটিরাঙা উপজেলা স্যানিটারি ও ফুড সেফটি ইনস্পেক্টর মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহ বলেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী কোনো ব্যক্তি এমবিবিএস/বিডিএস ছাড়া রোগীদের ব্যবস্থাপত্র দিতে পারেন না। কিন্তু তিনি কোনো নিয়ম মানেননি।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।