ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

৩ মাছের দাম লাখ টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, নভেম্বর ২০, ২০২১
৩ মাছের দাম লাখ টাকা!

রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মানদীর চরভদ্রাসন ও চরকর্নেশনা এলাকায় ধরা পড়ছে প্রায় ৫ কেজি ২০০ গ্রাম ঢাই, ৪২ কেজির বাঘাইড় ও ১০ কেজি ওজনের কোড়াল মাছ।

শনিবার (২০ নভেম্বর) সকালে মাছগুলো বিকাশ ও রফিক নামে পৃথক দুই জেলের জালে ধরা পড়ে।

পরে মাছ গুলো দৌলতদিয়ায় বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ঢাই মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫৬০ টাকায়, বাগাইড় ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬৩ হাজার টাকায় ও কোড়াল ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় কিনে নেন। পড়ে ঢাই মাছটি ২ হাজার ৯০০, বাগাইড় ১ হাজার ৬০০ ও কোড়াল ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বাংলানিউজকে জানান, বিকাশ হালদারের জালে ধরা পড়া ঢাই ও কোড়াল এবং রফিক হালদারের জালে ধরা পড়া বাঘাইড় মাছ তিনটি কিনে সামান্য লাভে কাচপুরের মদনপুরের একই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এখন নদীতে অনেক বড় বড় মাছ ধরা পড়ছে। এবং অল্প সময়ের মধ্যে সেই মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সামান্য লাভে তিনি মাছগুলো বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।