ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

কুতুপালং রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, নভেম্বর ২০, ২০২১
কুতুপালং রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক আটক ডাকাতরা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।

শনিবার (১৯ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি বিশেষ কৌশলে তৈরি চ্যাপ্টা মাথা বিশিষ্ট টি লোহার রড, তিনটি দা এবং ১ হাজার ৫৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের মো. কবির আহম্মদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আব্দুল করিমের ছেলে
আলী হোসেন (২২), মৃত আব্দুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), মৃত তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) ও মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

এপিবিএন জানায়, কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ১৪-এপিবিএন এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা কালে পাঁচজনকে আটক করা হয়।
এ সময় আরও ১৪-১৫ জন পালিয়ে যায়।

পরে তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি বিশেষ কৌশলে তৈরি চ্যাপ্টা মাথা বিশিষ্ট টি লোহার রড, তিনটি দা এবং ১ হাজার ৫৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক বাংলানিউজকে জানান, আটক দুর্বৃত্তদের থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।