ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিদেশি সিরিয়াল আমদানি করতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, নভেম্বর ১৯, ২০২১
বিদেশি সিরিয়াল আমদানি করতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

ঢাকা: দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত বিদেশি সিরিয়ালগুলো আমদানি করতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত 'টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)' অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিদেশী সিরিয়াল অবাধভাবে দেখানো যেন না হয়। এতে নিয়ম জারি হচ্ছে। আমাদের চ্যানেলগুলোতে দেখানোর জন্য বিদেশী সিরিয়াল অবাধে আমদানি করা যাবে না। আমদানি করতে হলে তথ্য মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে। অবাধ বিদেশি সিরিয়ালের ফলে দেশীয় কলাকুশরীরা সুযোগ কম পাচ্ছে।

তথ্যমন্ত্রী ট্রাব অ্যাওয়ার্ড নিয়ে এসময় বলেন, গুণীজনদের সম্মান দেখানো না হলে নতুন গুণীজন সৃষ্টি হয় না। আমরা একটি বহুমাত্রিক সমাজে বসবাস করি, যেখানে কৃষ্টি সংস্কৃতিতে আমরা অনেক এগিয়ে। সংস্কৃতিতে আমরা বিশ্বের অনেক দেশের থেকে উন্নত। ভারতবর্ষের একজন বাঙালি হয়ে এদিক থেকে আমরা গর্বিত।

তিনি বলেন, শুধুমাত্র আর্থিক উন্নয়নের মাধ্যমে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বস্তুগত উন্নয়নের পাশাপাশি তার আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেজন্যে আমাদের কৃষ্টি-সংস্কৃতিকে যারা সামনে এগিয়ে নিচ্ছেন, তাদের সম্মানিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় ট্রাব কর্তৃপক্ষ এবং অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এইচএমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।