ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দ. আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, নভেম্বর ১৯, ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দ. আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা প্যান্ডর। শুক্রবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা প্যান্ডর ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সে সময় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে পরিদর্শন বইয়ে সই করেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা প্যান্ডর ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।