ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

২ বছর জেল খাটার ভয়ে ১১ বছর পলাতক! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, নভেম্বর ১৯, ২০২১
২ বছর জেল খাটার ভয়ে ১১ বছর পলাতক! 

ময়মনসিংহ: মাত্র দুই বছর জেল খাটার ভয়ে ১১ বছর ধরে পলাতক ছিলেন মো. ইব্রাহিম খলিল (৩২) নামে এক যুবক।  

কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি।

অবশেষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ।  

আসামি ইব্রাহিম খলিল ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী গ্রামের মৃত আবুল কালামের ছেলে।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ২০০৯ সালে ইব্রাহিমকে একটি যৌতুক মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয়। কিন্তু সে সময় থেকেই আত্মগোপন করেন আসামি ইব্রাহিম। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু কয়েক দফা অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। গোপন সূত্রে তার বাড়ি ফেরার খবর পেয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।