ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রায়পুরে ৬ ইউপি প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, নভেম্বর ১৯, ২০২১
রায়পুরে ৬ ইউপি প্রার্থীকে জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘণের দায়ে ছয় প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার চর মোহনা ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

 

এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্ধীতাকারী ৫ জন প্রার্থীকে ১০ হাজার করে ৫০ হাজার টাকা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল সড়ক পরিবহণ আইনে অভিযান চালিয়ে ৯ জন মোটরসাইকেল আরোহীকে পৃথক মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ রাত সাড়ে ৯টার দিকে অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোট ১৫ টি মামলায় সর্বমোট ৬৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিমিত্তে আচরণ বিধি ও সংশ্লিষ্ট অন্যান্য আইনের উপর নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।