ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, নভেম্বর ১৮, ২০২১
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ...

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সজল রায় (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৫টায় মৃত্যুবরণ করেন তিনি।

সজল আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের জগদীশ রায়ের ছেলে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

সজলের ভাই সজীব রায় জানান, ভোর রাতে সজল হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, রোগীর স্বজনরা হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে সজলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।