ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

নির্বাচনী ফেস্টুন ঝোলানোর সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, নভেম্বর ১৫, ২০২১
নির্বাচনী ফেস্টুন ঝোলানোর সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা (কেরানীগঞ্জ): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফেস্টুন ঝোলানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বপন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত স্বপন আব্দুল্লাহপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. আতাবরের ছেলে।  

প্রত্যক্ষদর্শী মাহমুদ জানান, সোমবার বিকেলে স্বপন তার মামা ও তেঘরিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী খবির মেম্বারের ফেস্টুন লাগাতে বাড়ির পাশের একটি ভবনের ছাদে ওঠেন। সেখানে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে উদ্ধার করে প্রথমে আব্দুল্লাহপুর রহিমা ক্লিনিকে ও পরে আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

রহিমা ক্লিনিকের ম্যানেজার মো. সাদেক হোসেন জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি আজগর আলী হাসপাতালে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।