ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

আইডিয়াল কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, নভেম্বর ১৫, ২০২১
আইডিয়াল কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে দুদক কার্যালয় সেগুনবাগিচায় বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার।

এর আগে, ৮ নভেম্বর দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১৫ নভেম্বর দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে অধ্যক্ষের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করেন।  

নোটিশে আরো বলা হয়, তিনি যদি নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হন তবে অভিযোগে সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।