ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় বিটিসিএলের ইন্টারনেটের তার চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, নভেম্বর ১৩, ২০২১
ফতুল্লায় বিটিসিএলের ইন্টারনেটের তার চুরি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বিভিন্ন জায়গায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেটের তার কেটে চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।

ফতুল্লার সস্তাপুর এলাকার গ্রাহক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাসার বিটিসিএলের ইন্টারনেটের তার গত এক মাসে চারবার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে শুক্রবার (১২ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় জামাল মোল্লার ছেলে মো. সালাহউদ্দিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আগে বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী এক প্রভাইডারের কাছ থেকে লাইন নিয়েছিলেন। কিন্তু তাদের সেবার মান খুবই বাজে হওয়ায় এক মাস আগে সরকারি বিটিসিএলের ইন্টারনেট সেবা নেই। কিন্তু মহল্লার আগের ইন্টারনেট প্রভাইডারের যোগসাজশে একটি চক্র এক মাসে চারবার বিটিসিএলের ইন্টানেটের তার চুরি করে নিয়ে গেছে। সবশেষ গত বৃহস্পতিবার ৫০০ গজ তার চুরি করে চক্রটি।

এর আগে ফতুল্লার গাবতলার মোড় এলাকায় এভাবে তার চুরি করে নিয়ে যায় ওই চক্র। তখন বিটিসিএলের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা মো. মামুন বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করলে ওই এলাকায় তার চুরি বন্ধ হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলের তার চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসআই আরিফ পাঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।