ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সালথায় সংঘর্ষের প্রস্তুতিকালে গ্রেফতার ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, নভেম্বর ১৩, ২০২১
সালথায় সংঘর্ষের প্রস্তুতিকালে গ্রেফতার ২৫

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতিকালে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

সালথা উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি আসিকুজ্জামান বলেন, সালথায় ইউপি নির্বাচ‌নে ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫১ ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, উপজেলার মঙ্গল সরদার (৪০), সবুজ সেখ (৩০), মুরাদ সরদার (২৫), মনির সেখ (৩২), বাবুল ইসলাম (২০), আলমগীর মুন্সী (৪০), মতিয়ার রহমান (৪৫), ইমরুল মাতুব্বর (২৫), মোহাল্লাল সেখ (৩৫), গফফার মাতুব্বর (২২), সাবু খাঁন (২৫), রেজাউল করিম (২৭), খলিল সেখ (৪৫), ফারুক খাঁন (৫০), নাজির সেখ (৩০), ইমরুল হোসেন (৩৭), আলমগীর মোল্লা (৪০), ফরিদ মোল্লা (৩৫), কামাল মোল্লা (৩০), এনায়েত সেখ (২৫), শাহজাহান মোল্লা (৪০), শামীম মোল্লা (২০), মোস্তফা মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৩০) ও লিটন মাতুব্বর (৩৫)।

ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বলেন, নির্বাচ‌নে ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ঘের প্রস্তু‌তিকা‌লে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিকেলে ফরিদপুরের আদাল‌তে পাঠানো হ‌য়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।